৯টি ইংলিশ টার্ম জেনে রাখুন,আর ইংলিশে স্মাট ভাবে কথা বলুন!

অনলাইনে পড়াশোনা September 13, 2016 4,905
৯টি ইংলিশ টার্ম জেনে রাখুন,আর ইংলিশে স্মাট ভাবে কথা বলুন!

অফিসে-কলেজে-পাড়ার রকে নিজেকে আরো স্মার্ট দেখাতে চান? তবে আধুনিক কথ্য ইংলিশের এই শব্দগুলো, তার অর্থ ও প্রয়োগ অবশ্যই জেনে রাখুন।


১) বাস্টেড : কাউকে বাস্ট করা মানে তাকে অপরাধমূলক কিছু করার সময় ধরে ফেলা। যেমন ‘The police bust people every day’ তেমনি কারো সম্পর্কে বলতেই পারেন `He got busted yesterday by the boss'।


২) মেহ : কোনো কিছু একেবারেই আকর্ষণীয় না হলে, ভালো না লাগলে, উদাসীন বোধ করলে বলুন ‘Meh’

৩) আই অ্যাম বিট : এর অর্থ আপনি প্রচন্ড ক্লান্ত। যেমন কেউ হয়তো সিনেমা যেতে বলছে। আপনি বলুন, ‘Sorry, I can’t. I’m beat and I have to wake up early tomorrow.’


৪) আই অ্যাম গেম : কোনো কিছুতে অংশগ্রহণ করার প্রস্তাবে রাজি হলে বলুন ‘I am game’।

৫) হাঙ্কি-ডরি : মানে পরিস্থিতি ঠিকঠাক, শান্ত। যেমন কেউ যদি জিজ্ঞাসা করে অফিসে এখন হাওয়া কেমন? বলুন, ‘Everything’s hunky-dory at the office.’

৬) টশ : রাবিশ-এর প্রতিশব্দ টশ, তবে অনেকটা বেশি কথ্য এবং স্মার্ট। যেমন, ‘Don’t talk tosh.’

৭) স্ক্রামি : অত্যন্ত সুস্বাদ কোনো খাবার খেয়ে ইয়ামি না বলে বলতে পারেন স্ক্রামি।


৮) আন্ডার দ্য ওয়েদার : শরীর খারাপ করা। যেমন শরীর খারাপ লাগলে বলুন ‘I'm a bit under the weather’।

৯) ইয়ারওয়র্ম : এমন কোনো সুর অথবা গান যা মাথার ভিতর গেঁথে রয়েছে, ভুলতে পারছেন না। যেমন, ‘That new song is such an earworm!’