টাইলসের দাগ দূর করার উপায়

টুকিটাকি টিপস September 7, 2016 1,000
টাইলসের দাগ দূর করার উপায়

টাইলসের মেঝে মানেই অভিজাত একটা ব্যাপার। ঘর ঝকঝকে দেখাতে টাইলসের মেঝের জুড়ি নেই। এখনকার প্রায় সব বাসার মেঝেই টাইলস বসানো থাকে। বিভিন্ন কারণেই টাইলসে দাগ লাগতে পারে। তবে সেজন্য মন খারাপ করার কারণ নেই। কিছু উপায় আছে যা দিয়ে সহজেই এই দাগ তুলে ফেলা সম্ভব। আসুন জেনে নেই নিই পদ্ধতিগুলো।



পদ্ধতি ২

উপকরণ : গরম পানি, থালাবাসন মাজার তরল সাবান, শুকনা ও নরম কাপড়, টুথপেস্ট বা ভিনেগার বা ব্রাশ পরিষ্কারক, ১টি বোল।

প্রয়োগ প্রণালি : একটি বোলে গরম পানি নিয়ে তার মধ্যে ডিশ ওয়াশিং লিকুইড মেশান। একটি স্পঞ্জ নিয়ে মিশ্রণটিতে চুবিয়ে টাইলস এর দাগের স্থানটিকে ভালোভাবে পরিষ্কার করুন। তারপর একটি শুকনা ও নরম কাপড় দিয়ে মুছে ফেলুন। ব্রাশ পলিশার বা টুথপেস্ট বা ভিনেগার একটি পরিষ্কার ও নরম কাপড়ে লাগিয়ে টাইলস এর দাগের উপর বৃত্তাকারে ঘষতে থাকুন। কিছুক্ষণ পর দেখবেন দাগ সম্পূর্ণ গায়েব হয়ে গেছে।



পদ্ধতি ১

উপকরণ : ভিনেগার ও পানি, শিরিষ কাগজ, পরিষ্কার কাপড়, টুথপেস্ট।

প্রয়োগ প্রণালি : ভিনেগার ও পানি দিয়ে ফ্লোর পরিষ্কার করে নিন। শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। পরিষ্কার কাপড়ে টুথপেস্ট(জেল নয়)লাগিয়ে দাগের জায়গাটিতে ঘষুন কিছুক্ষণ। এবার শুকাতে দিন। তারপর শিরিষ কাগজ দিয়ে ঘষতে থাকুন যতক্ষণ না দাগ চলে যায়।