আইএসের নাম-নিশানা মুছে দিতে চায় ফেসবুক!

ইন্টারনেট দুনিয়া September 4, 2016 899
আইএসের নাম-নিশানা মুছে দিতে চায় ফেসবুক!

নিজেদের ওয়েবসাইট থেকে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস/আইসিস) নাম-নিশানা মুছে দিতে চায় জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। সম্প্রতি আইসিস নামযুক্ত এক নারীর কাছে তার পরিচয় নিশ্চিত করার জন্য প্রমাণ (আইডি) চেয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।


যুক্তরাজ্যের ব্রিস্টলের ওই নারী এত দিন ফেসবুকে আইসিস ওরসেস্টার নামে ছিলেন। গত ২৭ জুন তিনি তার নাম পরিবর্তন করে আইসিস থমাস করার জন্য ফেসবুকে অনুরোধ পাঠান।


এরপর ফেসবুক কর্তৃপক্ষ ওই নারীর কাছে এক বার্তা পাঠিয়ে বলেছে, ‘আইসিস’ নাম ফেসবুকে চলবে না। এটা নীতিমালার সঙ্গে যায় না।


এর আগেও আইসিস বা আইএস নাম দিয়ে যারা অ্যাকাউন্ট খুলেছেন, পরবর্তী সময়ে সেগুলো বন্ধ করে দিয়েছে ফেসবুক।


সূত্র: আইএএনএস।