আপনার জাতীয় পরিচয়পত্রের নম্বরের গোপন সংকেত বা মানে জানুন !

জানা অজানা September 3, 2016 1,505
আপনার জাতীয় পরিচয়পত্রের নম্বরের গোপন সংকেত বা মানে জানুন !

বাংলাদেশী হিসাবে আমাদের অনেকেরই জাতীয় পরিচয় পত্র আছে । অনেকে এটাকে ভোটার আইডি কার্ড হিসাবে বলেন যেটা সম্পুর্ণ ভুল । এটা ন্যাশনাল আইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্র ।


আপনারা দেখবেন এটার নীচে লাল কালি দিয়ে লেখা ১৩ সংখ্যার একটা নম্বর আছে যাকে আমরা আইডি নম্বর হিসাবে জানি

কিন্তু এই ১৩ সংখ্যার মানে কি ? আসুন জেনে নেই ।


১. প্রথম ২ সংখ্যা – জেলা কোড । ৬৪ জেলার আলাদা আলাদা কোড আছে । ঢাকার জন্য এই কোড ২৬ ।

২. পরবর্তী ১ সংখ্যা – এটা আর এম ও ( RMO ) কোড।

• সিটি কর্পোরেশনের জন্য – ৯

• ক্যান্টনমেন্ট – ৫

• পৌরসভা – ২

• পল্লী এলাকা – ১

• পৌরসভার বাইরে শহর এলাকা – ৩

• অন্যান্য – ৪

৩. পরবর্তী ২ সংখ্যা – এটা উপজেলা বা থানা কোড ।

৪. পরবর্তী ২ সংখ্যা – এটা ইউনিয়ন ( পল্লী এলাকার জন্য ) বা ওয়ার্ড কোড ( পৌরসভা বা সিটি কর্পোরেশনের জন্য ) ।

৫. শেষ ৬ সংখ্যা – আই ডি কার্ড করার সময় আপনি যে ফর্ম পূরণ করেছিলেন এটা সেই ফর্ম নম্বর ।


বর্তমানে আবার ১৭ ডিজিট ওয়ালা আইডি কার্ড দেয়া হচ্ছে যার প্রথম ৪ ডিজিট হচ্ছে জন্মসাল ।