‘সৌর পাইপ’ পানি সংকট মেটাবে !

নতুন প্রযুক্তি September 3, 2016 1,177
‘সৌর পাইপ’ পানি সংকট মেটাবে !

খাবার পানির সংকট মেটাতে সমুদ্রের পানি শোধনে ‘সৌর পাইপ’ প্রযুক্তির চিন্তা করছেন বিজ্ঞানীরা।


কানাডার ইঞ্জিনিয়ারিং ফার্ম আবদোলাজিজ খালিলি অ্যান্ড অ্যাসোসিয়েশনের তৈরি অভিনব পাইপের একটি ডিজাইন নজর কেড়েছে বিশেষজ্ঞদের।


কানাডার এই ইঞ্জিনিয়ারিং ফার্ম টির দাবি, বিশ্বের সংকটাপন্ন অঞ্চলে বিদ্যুৎ ও পানির অভাব মেটাতে সক্ষম এই অভিনব পাইপ। প্রশান্ত মহাসাগরের ওপরে ভাসমান এই পাইপটি তৈরি হবে সম্পূর্ণ সৌর প্যানেল দিয়ে। সৌ।র বিদ্যুৎ থেকে উৎপন্ন শক্তিতে সমুদ্রের পানি পরিশোধন করে শহরে খাবার পানি সরবরাহ করবে এই পাইপ।


এই প্রকল্পে বছরে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করতে পারবে বলে দাবি সংস্থাটির। উৎপন্ন বিদ্যুতে ১৫০ কোটি গ্যালন বিশুদ্ধ পানি পাওয়া যাবে বলে জানিয়েছে তারা।


সংস্থাটির দাবি, সৌর পাইপ প্রকল্প বাস্তবায়িত হলে তা খাবার পানির সমস্যার নতুন দিশা দেখাবে ক্যালিফোর্নিয়াসহ বিশ্ববাসীকে।


বিশেষজ্ঞরা মতপ্রকাশ করেছেন, খুব শিগগির বিদ্যুৎ ও খাবার পানির সংকটে পড়তে চলেছে ক্যালিফোর্নিয়া।


তাই তড়িঘড়ি বিকল্প উপায় বার করতে নানা পরিকল্পনার খসড়া শুরু করে দিয়েছে ক্যালফোর্নিয়া সরকার। ইতিমধ্যে সান্তা মনিকা শহরের জন্য দ্য ল্যান্ড আর্ট জেনারেটর ইনিশিয়েটিভের (এলএজিআই) কাছে একাধিক প্রযুক্তির ডিজাইন জমা পড়েছে।


সেই ডিজাইনের মধ্যে একটি হল ‘সৌর পাইপ’ প্রযুক্তি। আধুনিক প্রযুক্তির সন্ধানে প্রতিবছর এলএজিআই সংস্থা একটি প্রতিযোগিতা করে।