বিশ্বের সবচেয়ে নোংরা ৬ জিনিস, যা জানলে আপনি অবাক হবেন

জানা অজানা August 29, 2016 3,208
বিশ্বের সবচেয়ে নোংরা ৬ জিনিস, যা জানলে আপনি অবাক হবেন

বিশ্বের সবচেয়ে নোংরা জিনিসের তালিকায় এগুলো রয়েছে, অথচ এগুলো ছাড়া কারো চলে না। এ তালিকায় রয়েছে টাকা৷ অথচ টাকা কিন্তু খুবই নোংরা৷ এমন জিনিস আরও আছে, যেগুলো খুব নোংরা৷ সেই কারণে জীবাণুতেও ভরা৷ প্রত্যেকটি জিনিসই পরিষ্কার রাখা দরকার৷ এসব স্পর্শ করার পর হাত না ধুলে বিপদ হতে পারে৷


স্মার্টফোন:

ফোন! বিশেষ করে স্মার্টফোন ছাড়া এখন জীবনই যেন প্রায় অচল৷ বিজ্ঞানীরা বলছেন, ব্যবহৃত স্মার্টফোন টয়লেটের চেয়েও নোংরা৷ কখনও কখনও নাকি টয়লেটের চেয়ে অন্তত দশগুণ ব্যাকটিরিয়া থাকে স্মার্টফোনে৷ হাফিংটন পোস্টের সাম্প্রতিক এক প্রতিবেদনেও বলা হয়েছে এই কথা৷ সুতরাং প্রত্যেকের উচিত মোবাইলে অ্যান্টিব্যাকটিরিয়াল কোটিং ব্যবহার করা কিংবা প্রতিদিন অন্তত একবার ‘অ্যান্টিব্যাকটিরিয়াল ওয়াইপস’ দিয়ে মোবাইলটি পরিষ্কার করা৷


ইয়ারফোন:

ইয়ারফোন বা ইয়ারবাডসের ব্যবহারও দিনদিন বাড়ছে৷ কিশোর-কিশোরী, তরুণ-তরুণীদের বড় একটা অংশই কানে এই ধরনের যন্ত্র লাগিয়ে গান শুনতে ভালোবাসে৷ অনেকে ফোনে কথাও বলে ইয়ারফোন কানে গুঁজে৷ এই বস্তুটিতেও কিন্তু ব্যাকটিরিয়া গিজগিজ করে৷ সুতরাং তা নিয়মিত পরিষ্কার করা অত্যাবশ্যক৷ পুরোনো টুথব্রাশ দিয়ে প্রথমে বাইরের ধুলোবালি বিদায় করে তারপর গরম জলে ভেজানো নরম কাপড় দিয়ে মুছে নিলেই এটি বেশ পরিষ্কার হয়ে যায়৷


কম্পিউটার কি-বোর্ড এবং মাউস:

কাজ থামিয়ে এক্ষুনি আপনার কম্পিউটারের কি-বোর্ড আর মাউসটা একটু দেখুন৷ দু’টোতেই কত ময়লা জমেছে, তা খালিচোখেই বুঝতে পারছেন তো? বিজ্ঞানীরা বলছেন, টয়লেটের চেয়ে পাঁচগুণ ব্যাকটিরিয়া থাকে কি-বোর্ড এবং মাউসে৷ তাই ভ্যাকুয়াম ক্লিনারের পাইপের সামনের অংশটি খুলে পাইপটি ওপরে ধরে এগুলোর ভেতরের ধুলো পরিষ্কার করা যেতে পারে৷ তারপর অবশ্যই অ্যান্টিব্যাকটিরিয়াল ওয়াইপস দিয়ে কি-বোর্ড আর মাউস মুছে নেওয়া উচিত৷


গাড়ির স্টিয়ারিং:

গাড়ির স্টিয়ারিংও প্রতিদিনই পরিষ্কার করা উচিত৷ কেননা, এটি ব্যাকটিরিয়ার আদর্শ ‘বিচরণভূমি’৷


টুথব্রাশ:

টুথব্রাশ দাঁত পরিষ্কার করে! কিন্তু টুথব্রাশকে পরিষ্কার করে কে? আসলে খুব কম মানুষই টুথব্রাশ পরিষ্কার করে৷ অথচ টয়লেট থেকে জীবাণু সহজেই এতে আশ্রয় নিতে পারে বলে এটা পরিষ্কার রাখা আরও বেশি দরকার৷


শপিং ব্যাগ:

বারবার ব্যবহার করা যায় এমন শপিং ব্যাগগুলোও পরিষ্কার না করলে সেই ব্যাগে যখন যা কিনে আনবেন, তা-ই জীবাণুযুক্ত হবে৷ সুতরাং শপিং ব্যাগও নিয়মিত পরিষ্কার করুন৷


টাকা:

টাকার চেয়ে দরকারি অথচ বিপজ্জনক জিনিস পৃথিবীতে বোধহয় দ্বিতীয়টি নেই৷ বিপজ্জনক! কারণ, টাকা খুব দ্রুত হাতে হাতে বিভিন্ন স্থান, বিভিন্ন পরিবেশে ঘুরে বেড়ায়৷ কিন্তু টাকা তো পরিষ্কার করা যাবে না, তাই পরামর্শ- টাকা ধরার পরই হাত ধুয়ে ফেলুন৷ নিজের ডেবিটটি কার্ড ব্যবহার করে টাকার স্পর্শ যতটা সম্ভব এড়িয়ে চলুন৷