সাধারণ জ্ঞান : আন্তর্জাতিক প্রণালী - ১ম পর্ব

সাধারণ জ্ঞান August 25, 2016 1,241
সাধারণ জ্ঞান : আন্তর্জাতিক প্রণালী - ১ম পর্ব

সারা বিশ্বের কাছে আন্তর্জাতিক প্রণালীসমূহ একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিভিন্ন পরীক্ষায় প্রণালী সংক্রান্ত প্রশ্ন এসে থাকে। তাই ‘আন্তর্জাতিক প্রণালী’ নিয়ে আজকের আয়োজনের ১ম পর্ব....


১. প্রশ্ন : জাপান ও পীত সাগরের মধ্যে কোন দ্বীপ অবস্থিত?

উত্তর : কোরিয় দ্বীপ।


২. প্রশ্ন : কোন মহাসাগরের মধ্যে গ্রীনল্যান্ড অবস্থিত?

উত্তর : আটলান্টিক ও আর্কটিক মহাসাগর।


৩. প্রশ্ন : আবু মুসা দ্বীপ নিয়ে কাদের মধ্যে বিরোধ?

উত্তর : সংযুক্ত আরব আমিরাত ও ইরানের মধ্যে।


৪. প্রশ্ন : আবু মুসা দ্বীপের অবস্থান কোথায়?

উত্তর : পারস্য উপসাগরে।


৫. প্রশ্ন : বর্তমানে আবু মুসা দ্বীপে কী রয়েছে?

উত্তর : ইরানের একটি সামরিক ঘাঁটি।


৬. প্রশ্ন : স্প্রাটলি দ্বীপপুঞ্জ নিয়ে কাদের মধ্যে বিরোধ?

উত্তর : চীন ও ভিয়েতনাম।


৭. প্রশ্ন : স্প্রাটলি দ্বীপপুঞ্জ কোথায় অবস্থিত?

উত্তর : দক্ষিণ চীন সাগরে।


৮. প্রশ্ন : পেরেলিজ দ্বীপ নিয়ে কাদের মধ্যে বিরোধ?

উত্তর : স্পেন ও মরক্কো।


৯. প্রশ্ন : পেরেলিজ দ্বীপ কোথায় অবস্থিত?

উত্তর : মরক্কোর মূল ভূখণ্ডে।


১০. প্রশ্ন : পেরেলিজ দ্বীপের অপর নাম কী?

উত্তর : লায়লা দ্বীপ।


১১. প্রশ্ন : জাপান ও রাশিয়ার মধ্যকার বিরোধপূর্ণ দ্বীপ কোনটি?

উত্তর : কুড়িল দ্বীপপুঞ্জ।


১২. প্রশ্ন : সিঙ্গাপুর ও মালয়েশিয়ার মধ্যে বিরোধপূর্ণ দ্বীপ কোনটি?

উত্তর : পেদ্রা ব্রাঙ্কা।


১৩. প্রশ্ন : চীনের সাথে ফিলিপাইন ও মালয়েশিয়ার বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জ কোনটি?

উত্তর : নানশা দ্বীপপুঞ্জ।


১৪. প্রশ্ন : নানশা দ্বীপপুঞ্জ কোথায় অবস্থিত?

উত্তর : দক্ষিণ চীন সাগরে।


১৫. প্রশ্ন : চার্চিল দ্বীপ কোথায়?

উত্তর : হাডসন উপসাগরে।


১৬. প্রশ্ন : দক্ষিণ কোরিয়া ও জাপানের মধ্যে কোন প্রণালী অবস্থিত?

উত্তর : কোরিয়া প্রণালী।


১৭. প্রশ্ন : এশিয়া মহাদেশকে আফ্রিকা মহাদেশের কাছ থেকে বিচ্ছিন্ন করেছে কে?

উত্তর : লোহিত সাগর ও সুয়েজ খাল।


১৮. প্রশ্ন : ফ্রান্স ও ইংল্যান্ডকে সংযোগকারী সমুদ্র তলদেশ দিয়ে নির্মিত টানেলটির দৈর্ঘ্য কত?

উত্তর : ৪৫ কিলোমিটার।


১৯. প্রশ্ন : কার রাজত্বকালে সুয়েজ খাল নির্মিত হয়েছিল?

উত্তর : ইসমাইল পাশা।


২০. প্রশ্ন : কী নিয়ে ওমান ও ইরানের মধ্যে বিরোধ চলছে?

উত্তর : হরমুজ প্রণালী।