যাবতীয় ক্ষতি থেকে বাঁচার দোয়া!

ইসলামিক শিক্ষা August 10, 2016 1,641
যাবতীয় ক্ষতি থেকে বাঁচার দোয়া!

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, দোয়া-ই ইবাদাত। দুনিয়া ও পরকালের সকল অকল্যাণ ও ক্ষতি থেকে বেঁচে থেকে আল্লাহ তাআলার ইবাদাত-বন্দেগি করাই উম্মাতে মুহাম্মাদির কর্তব্য। তাই দুনিয়া ও আখিরাতের যাবতীয় ক্ষতি থেকে বেঁচে থাকতে হাদিস থেকে একটি দোয়া তুলে ধরা হলো-




উচ্চারণ : বিছমিল্লা-হিল্লাজি- লা- ইয়াদুররু মাআ’সমিহি শাইয়ুন ফিল আরদ্বি ওয়া লা- ফিস্সামা-য়ি, ওয়া হুয়াস সামি-য়ু’ল আ’লি-ম।


অর্থ : আল্লাহর নামে (আমি এই দিন বা রাত শুরু করছি)- যার নামের বরকতে আসমান ও জমিনের কেউ কোনো ক্ষতি করতে সক্ষম নয়। তিনি সব শুনেন ও জানেন। (তিরমিজি ও যাদুল মাআ’দ) দোয়ার ফজিলত যে ব্যক্তি সকাল-সন্ধ্যায় অর্থাৎ ফজর ও মাগরিবের নামাজের পর এ দোয়াটি ৩ থেকে ৭ বার করে পাঠ করেন, আল্লাহ তাআলা ঐ ব্যক্তিকে যাবতীয় ক্ষতি থেকে হিফাজত করেন।


আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ফজর ও মাগরিবের নামাজের পর এ দোয়াটি পড়ার মাধ্যমে দুনিয়া ও পরকালের সকল প্রকার ক্ষতি ও অকল্যাণ থেকে হিফাজত থাকার তাওফিক দান করুন। আল্লাহর বিধি-বিধান পালন করে তাঁর নৈকট্য অর্জন করার তাওফিক দান করুন। আমিন।