ফেইসবুক লাইভ ভিডিওতে বিজ্ঞাপন!

ইন্টারনেট দুনিয়া August 5, 2016 1,533
ফেইসবুক লাইভ ভিডিওতে বিজ্ঞাপন!

আগামী দিনে কনটেন্টের ক্ষেত্রে রাজত্ব করবে ভিডিও, বিশেষ করে লাইভ ভিডিও। আর তাই প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো লাইভ ভিডিও নিয়ে মেতে উঠেছে। অনেকেই আবার এই লাইভ ভিডিও থেকে আয়ের নতুন ক্ষেত্র তৈরির চেষ্টা চালাচ্ছে।


দ্রুত জনপ্রিয় হয়ে উঠা লাইভ ভিডিওকে তাই বেশ গুরুত্ব দিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক। ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে লাইভ ভিডিওতে বিজ্ঞাপন প্রচারের কার্যক্রম চালাচ্ছে তারা।


যেসব লাইভ ভিডিও ৫ মিনিটের অধিক সময় ধরে চলছে সেসব ভিডিওতে যেকোনো সময় সর্বোচ্চ ২০ সেকেন্ডের বিজ্ঞাপন দেখাবে ফেইসবুক। এটি অনেকটা ইউটিউব ভিডিওর মতোই।


ফেইসবুক জানায়, ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে এই বিজ্ঞাপন দেখানো শুরু হয়েছে। ফেইসবুক লাইভ ভিডিওর মাঝে পাবলিশাররা বিজ্ঞাপন বিরতি দেওয়ার জন্য একটি অপশনও পাবেন। তখন তারা চাইলে লাইভ ভিডিও সাময়িক বিরতি দিয়ে বিজ্ঞাপনটি প্রচার করতে পারবে। টেলিভিশনে যেভাবে একটি প্রোগ্রাম চলাকালীন বিরতি দিয়ে বিজ্ঞাপন দেখানো হয়, ঠিক সেভাবেই।


তবে ইউটিউবের মতো বিজ্ঞাপন কেটে দেওয়ার সুযোগ থাকবে না। কিন্তু ব্যবহারকারীদের মতামত ও প্রতিক্রিয়া বিবেচনা করে বিজ্ঞাপনের ধরণে পাল্টাতে পারে।