

“বাবা" বেশ চিন্তায় পড়ে গেলেন। ভাবলেন, এসব বিষয়ে কৌতুহলই ছেলেমেয়েদের বিপথে টেনে নেয়। তাই কৌতুহল জেগে উঠার আগেই তার সব বিষয়ে জানা উচিৎ। তাই এই বিষয়ে তিনি একে একে সব বুঝিয়ে বলা শুরু করলেন। প্রায় ৩০ মিনিট ধরে বাচ্চাকে বোঝালেন, Sex কি, বিয়ে কি ,জন্মদানের প্রক্রিয়া, Sex করার প্রয়োজনীয়তা, বিয়ের আগে Sex করার নিষেধাজ্ঞা… ইত্যাদি ইত্যাদি...
সব কথা শেষে ছেলে বললো, সবই বুঝলাম বাবা। কিন্তু যেটা বুঝতে চেয়েছিলাম সেটাই তো বুঝলাম না।” এই বলে সে দৌড়ে গিয়ে স্কুলের এডমিশন ফর্ম এনে দেখালো। যেখানে লেখা– Sex: Male/Female








পাঠকের মন্তব্য (0)
Please login To write comment