Bangla 18+ Jokes পোস্টমাস্টার ভিতরে ছিলো নাকি বাইরে

১৮+ কৌতুক 2nd Aug 16 at 2:10am 1,197
Googleplus Pint
Bangla 18+ Jokes পোস্টমাস্টার ভিতরে ছিলো নাকি বাইরে

এক পোস্টমাস্টার গেছে অনুষ্ঠান বাড়িতে, কিন্তু ভুলে বেচারা প্যান্টের চেইন লাগায় নাই পার্টিতে এক লোকের তা দেইখা তো আক্কেল গুড়ুম।


সরাসরি তো আর বলা যায়না যে চেইন খোলা। তাই সে কায়দা কইরা বলল, ভাই, আপনার পোস্টঅফিস তো খোলা।


কিন্তু পোস্টমাস্টার ইংগিতটা বুঝলো না, সে কয়- না না , পোস্টঅফিসে আমি

নিজের হাতে তালা মাইরা আইছি। খোলা না, বন্ধই আছে।


তো ঐ লোক যতই বোঝায়, পোস্টমাস্টার বুঝে না, কয় বন্ধ, বন্ধ, নিশ্চয়ই বন্ধ।

তো লোকটা হাল ছাইড়া দিয়া চইলা গেলো।


পরে পোস্টমাস্টার বাসায় ফিরা দেখে তার চেইন খোলা।

সাথে সাথে সে সব বুঝলো, বুইঝা তো পাইলো ব্যাপক শরম।


কিছুক্ষণ ঝিম মাইরা থাইকা ফোন করলো ঐ লোকটারে।

ফোন কইরা কয়- ভাই, এইবার আমি বুঝছি আপনি কি বুঝাইতে চাইছিলেন। তা ভাই

যখন খোলা আছিলো, তখন

কি পোস্টমাস্টার ভিতরে ছিলো নাকি

বাইরে?

Googleplus Pint
Like - Dislike Votes 19 - Rating 5 of 10

পাঠকের মন্তব্য (0)