

ছোট্ট খোকা এক সকালে দোকানের একটা সাইকেল দেখিয়ে বলল-
খোকা : আঙ্কেল, আপনাদের এই সাইকেলটা কি রাত পর্যন্ত থাকবে?
দোকানদার : নিশ্চয়ই। কিন্তু কেন?
খোকা : কারণ, আমি এখন বাড়ি গিয়ে সাইকেলটা কেনার জন্য ঘ্যান ঘ্যান শুরু করব। দুপুর নাগাদ বিরক্ত হয়ে মা আমাকে মারবেন। সন্ধ্যা অবধি আমার কান্না থামবে না।
বাধ্য হয়ে রাতে বাবা আমাকে সাইকেলটা কিনে দেবেন।








পাঠকের মন্তব্য (0)
Please login To write comment