হায়দারী হাক হাকছে আবার নেতা এরদুগান, নিদ্রা ভেঙ্গে ওঠরে এবার জাগরে মুসলমান।

যুদ্ধের কবিতা July 30, 2016 3,977
হায়দারী হাক হাকছে আবার নেতা এরদুগান, নিদ্রা ভেঙ্গে ওঠরে এবার  জাগরে মুসলমান।

হায়দারী হাক হাকছে আবার

নেতা এরদুগান,

নিদ্রা ভেঙ্গে ওঠরে এবার

জাগরে মুসলমান।

.

বজ্র মুঠে সাহসী চিত্তে

বুকে নিয়ে ঈমান,

ওঠরে জেগে শাষণ করতে

আবার গোটা জাহান।।

.

এই দেশে তোর ভাই মরিতেছে

জালিমের অত্যাচারে,

ঐ দেশে দেখ মরিতেছে নিত্য

অবরোধ অনাহারে।

.

পশ্চিম-পুর্বে নেই তোর আর

বেঁচে থাকার অধিকার,

মুসলিম বলেই তোর প্রতি

আজ সকল অবিচার।

.

মিথ্যা জঙ্গী তকমা লাগিয়ে

ধ্বংস করছে দেশ,

আফগান ইরাক এই অজুহাতে

করল ওরা শেষ।

.

মিশরে ‍দিল বিষফোড়া গেড়ে

তুর্কিতে ষড়যন্ত্র,

মারছে তোমায়,তোমার ভাইরে

মুসলিম মারার মন্ত্র।

.

তোমাতে আমাতে কৌশলে তারা

দিচ্ছে বিভেদ গড়ে,

আমাদের মাঝে হানাহানি দেখে

মজা লয় বসে দুরে।

.

ইসরাইল আর আমেরিকা রাশা

মুমিনের দুশমন,

যুগ যুগ ধরে তোমাদের উপরে

করেছে নিপীড়ন।

.

সে যুগের হাওয়া পাল্টাতে আজ

উঠবে বিপরীত স্রোত,

মানিব না আর কোন নির্যাতন

হবে এবার প্রতিরোধ।

.

সৌদী কাতার তুর্কির গড়িল

নয়া ইসলামী জোট,

ফিরে পেতে গদি নিদ্রা ভেঙে

ওঠরে জেগে ওঠ।

.

হাতে হাত রেখে দাড়াও সবাই

শিশা-প্রাচীরের মত,

ছেড়না সে হাত এলে কাল রাত

লগলে আঘাত ক্ষত।

.

তাকবীর তুলে ভেদা ভেদ ভুলে

প্রতিরোধ হলে শুরু,

চরনে লুটাবে শিশ্যের মত

যে ছিল একদা গুরু।

.

সেই আহ্বান শুনায় এরদুগান

যুগের মুয়াজ্জিন,

মুসলিম তুমি জেগে উঠে দেখ

তেমারই আগামী দিন।