সূর্যোদয়ের আগে ফাঁসি কার্যকর করা হয় কেন?

জানা অজানা July 29, 2016 1,804
সূর্যোদয়ের আগে ফাঁসি কার্যকর করা হয় কেন?

গত দুই বছর ধরে আমাদের দেশে ফাঁসির মঞ্চ নিয়ে অনেক আলোচনা করা হয়। যুদ্ধাপরাধীদের শাস্তি প্রদানের মাধ্যমে আমরা বারবার ফাঁসি শব্দের সাথে পরিচিত হয়েছি।


কিন্তু প্রতিটি ফাঁসি কার্যকর করা হয় সূর্যোদয়ের আগে। আমরা ছোটকাল থেকে বিভিন্ন সিনেমায় ফাঁসির দৃশ্য দেখেছি। সেখানে দেখা যায়, কয়েকজন মানুষ মঞ্চের আশেপাশে থাকতে পারে।


তাদের মধ্যে একজন বিচারিক জল্লাদ, একজন ম্যাজিস্ট্রেট বা তার প্রতিনিধি, একজন ডাক্তার ও কিছু পুলিশ থাকে। বিভিন্ন কারণে মৃত্যুদণ্ড কার্যকর সূর্যোদয়ের আগে করা হয়।


• নিম্নে কয়েকটি কারণ উল্লেখ করা হল....


- কারাগার কর্তৃপক্ষের একটি মৃত্যুদন্ড পূরণকল্পের জন্য অনেক দিকে নজর দিতে হয় এবং তারা সূর্যোদয়ের আগে সবকিছু শেষ করেন, যেন তাদের দৈনন্দিন সময়সূচীতে কোন প্রভাব না ফেলে। কারণ ফাঁসির পর প্রি ও পোস্ট মেডিক্যাল পরীক্ষা এবং একাধিক নিবন্ধনের পদ্ধতি অন্তর্ভুক্ত থাকে।


- দেহটি যাতে তারা একই দিনে শেষকৃত্য সঞ্চালন করতে পারে সেজন্য সেদিন তাদের নিকট লাশ হস্তান্তর করা হয়।


- সারাদিন ফাঁসির কথা যেন চিন্তা না করে তাই রাতে হঠাৎ করে ফাঁসি কার্যকর করা হয়। নাহলে সে মানসিক ট্রমার শিকার হয়।


- ফাঁসির ফলে জনসাধারণ যেন আকস্মিক প্রতিক্রিয়ায় কিছু না করতে পারে তাই প্রতিরোধ হিসাবে অধিকাংশ মানুষ ঘুমিয়ে থাকা অবস্থায় সব কার্যক্রম সম্পন্ন করা হয়।


তথ্যসূত্রঃ বিডি২৪লাইভ