চাঁদ বৃষ্টি - শুভ্র

ভালবাসার কবিতা July 27, 2016 4,567
চাঁদ বৃষ্টি - শুভ্র

চাঁদের আলোর সাথে ঝড়ো বাতাস মিলে গেলে হয় শিহরন

সে কাঁপুনির উপর এলোপাথারি মেঘের আচরন

সব মিলে মিশে এক অচেনা স্বর্গের প্রতিবেদন।


মেঘ গলে চাঁদের আলো বের হতে গেলে গায়ে মাখে বৃষ্টি কণা

ভেজা আলো বাতাসে গা শুকাতে এসে আর ফেরে না

ভরে যায় সুখের সুচনায় চোখের অন্ধকার আঙিনা।


চাঁদের আলো দেখতে ঠিক তোমার সাথে আমার প্রথম দেখার মতো

নিরাকার অনুভবে মনোভাব বুঝে নেবার অস্থিরতায় অনু পরমানু অসংযত

তারপর থেকে অমবস্যা পূর্ণিমার চক্রে জীবনটাও আমাদের অবিরত।


তুমিও অসময়ে কেঁদে কেঁদে ভিজিয়েছো চাঁদের আলোকে বহুবার

আমাদের হাসি কান্নার ভালোবাসা দিন মাস বছরের আদলে চক্রাকার

তবু তুমি সব থেকে সুন্দর আর বাকি সব কিছু এখনো কদাকার।