আজকের ধাঁধা : ২০ জুলাই, ২০১৬

বাংলা ধাধা, উত্তর সহ ধাঁধা, dhadha, bangla dhadha, Dha dha question and answer July 20, 2016 2,302
আজকের ধাঁধা : ২০ জুলাই, ২০১৬

❏‌ ধাঁধা :

১. সকালবেলা বসের রুমে হন্তদন্ত হয়ে ঢুকলেন কবির। বললেন, ‘বস! গতকাল রাতে অফিসে ঘুমানোর সময় আমি একটা ভয়ংকর স্বপ্ন দেখেছি। দেখলাম, অফিসের ভেতর একটা টাইম বোমা লুকানো আছে। ঠিক দুপুর দুইটায় বোমটা ফাটবে।’


শুনে বস পুলিশে খবর দিলেন। পুলিশ এল। সত্যিই অফিসের ভেতর বোমা পাওয়া গেল। পুলিশ বোমাটা নিষ্ক্রিয় করার পর সবাই হাঁফ ছেড়ে বাঁচল।


কিন্তু এর কিছুক্ষণ পরই বস কবিরকে চাকরি থেকে বরখাস্ত করলেন! কেন বলেন তো?


২. আপনাকে ৮টা পয়সা আর একটা দাঁড়িপাল্লা দেয়া হলো। ৮টা পয়সা দেখতে একই রকম। বলা হলো, ৮টি পয়সার মধ্যে যেকোনো একটির ওজন বেশি। তুলনামুলক ভারি পয়সাটা খুঁজে বের করতে হবে। শর্ত হলো, দাঁড়িপাল্লা ব্যবহার করতে পারবেন মাত্র দুবার। কীভাবে অন্য রকম পয়সাটা খুঁজে বের করবেন?


৩. ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ ১২

খুব মনোযোগ দিয়ে লক্ষ কবো

ওপরে কোথায় ভুল আছে?


❏‌ উত্তর :

১. কবির অফিসের নৈশপ্রহরী। রাতের বেলা সে ঘুমাবে কেন!


২. প্রথমে দুই পাল্লায় তিনটি করে পয়সা রাখা হবে। যদি পাল্লার দুই পাশ সমান হয় তাহলে বাকি দু’টি পয়সা পাল্লায় পরিমাপ করলেই ব্যতিক্রমটা খুঁজে পাওয়া যাবে।


আর যদি দুই পাল্লায় তিনটি করে পয়সা রাখার পর যেকোনো এক পাশ ভারি হয়, সেই পাশের তিনটি পয়সা থেকে যেকোনো দু’টি নিয়ে ওজন করতে হবে। যে পয়সার দিকে পাল্লা হেলে পড়বে, সেটিই ওজনে ভারি। আর যদি দুই পাশ সমান থাকে, তার মানে তৃতীয় পয়সাটাই আমরা খুঁজছি!


৩. শব্দটা ‘কবো’ নয়, ‘করো’ হবে!