ফুল - বেলী (Jasminum sambac)

পুষ্প কথন July 20, 2016 8,680
ফুল - বেলী (Jasminum sambac)

ফুলের নাম- বেলী

বৈজ্ঞানিক নাম- Jasminum sambac

অন্যান্য নাম- Arabian jasmine, Sambac jasmine, সংস্কৃতে মল্লিকা(উইকিপিডিয়া) তবে বিষ্ণুস্বরুপের মতে, Jasminum angustifolium প্রজাতিটিই আসল মল্লিকা।


সুগন্ধি এই ফুল ফিলিপাইন ও ইন্দোনেশিয়ার জাতীয় ফুল।

বেলী Jasminum গণভুক্ত, Jasminum গণের অধীনে ২০০ প্রজাতির সুগন্ধি উদ্ভিদ রয়েছে। কিন্তু Jasminum sambac কে বাংলায় বেলীফুল বলা হয়। ছোট, ঝোপালো গাছ, প্রায় ১ মিটার উচু। কচি ডাল রোমশ। পাতা একক, ডিম্বাকার, ৪-৮ সেমি লম্বা, গাঢ়-সবুজ, মসৃণ। গ্রীষ্ম ও বর্ষায় ফুল ফোটে, এক থোকায় কয়েকটি ফোটে, ফুলের আকার ও গড়ন অনুসারে অনেক হাইব্রিড রয়েছে এবং করা হচ্ছে।


উইকিপিডিয়াতে চার ধরণের বেলী ফুলের কথা বলা হয়েছে -

১.Maid of Orleans- পাঁচ বা তার অধিক পাপড়িবিশিষ্ট(Single layered),

২.Belle of India- পাঁচের অধিক পাপড়ি বিশিষ্ট(Single ordouble layered),

৩.Grand Duke of Tuscany- আকারে বড় এই বেলী দেখতে গোলাপের মতো, তাই একে Rose Jasmine ও বলা হয়ে থাকে।

৪.Mysore Mulli- Belle of India এর মতো দেখতে কিন্তু আকারে ছোট।


কলম ও শিকড় থেকে চারা জন্মানো যায়। শীতে ছেটে দিতে হয়। টবেও ভালো হয়।