নামাজে ইমামকে অনুসরণের বিধান!

ইসলামিক শিক্ষা July 19, 2016 1,206
নামাজে ইমামকে অনুসরণের বিধান!

নামাজের মধ্যে সকল ক্ষেত্রে ইমামের অনুসরণ অনুকরণ করা ফরজ। এ জন্য মুসলিম উম্মাহ জামাআতের সহিত নামাজ আদায়ে ইমামের আনুগত্য করে থাকে। জামাআতে নামাজের ক্ষেত্রে ইমামের আনুগত্যের ব্যাপারে হাদিসে এসেছে-




হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ইমামকে তার অনুসরণের জন্যই নিয়োগ করা হয়। অতএব, ইমাম যখন রুকু করে তখন তোমরাও রুকু কর, যখন ‘সামিআ’ল্লাহু লিমান হামিদাহ বলে, তখন তোমরা ‘রব্বানা ওয়া লাকাল হামদ’ বল, যখন ইমাম দাঁড়িয়ে নামাজ আদায় করে তখন তোমরাও দাঁড়িয়ে নামাজ আদায় কর, আর যখন ইমাম বসে (বৈঠক) নামাজ আদায় করে (ইমামতি করে) তখন তোমরাও সবাই বসে (বৈঠক) নামাজ আদায় কর।”(বুখারি ও মুসলিম)


আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে জামাআতে নামাজ পড়ার সময় যথাযথভাবে ইমামকে অনুসরণ ও অনুকরণ করার তাওফিক দান করুন। আমিন।