এরাই তো দেশের ভবিষ্যৎ।

আমাদের নীতিকথা July 15, 2016 3,808
এরাই তো দেশের ভবিষ্যৎ।

আমাদের Young Generation।


বিজ্ঞরা বলেন, এরাই তো দেশের ভবিষ্যৎ। এদের হাত ধরেই তো দেশ এগিয়ে যাবে।


কিন্তু প্রশ্নটা হচ্ছে কিভাবে? ?


যারা পড়ার টেবিলে সময় কাটানোর চাইতে গার্লফ্রেন্ডের সাথে সময় কাটাতে আর ফেসবুকে থাকতে বেশি ভালোবাসে। বাবা-মায়ের কস্টের টাকায় এরা নানাভাবে ফুর্তি করতে ভালোবাসে।


আবার এরাই নিজেদের গড়ার সময়টা নস্ট করে পরবর্তীতে আফসোস

করতে করতে অক্কা পায়।


আর, Young Generation এর এই অবস্থার কারণে দেশটা চলে বুড়োদের হাতে, অথচ যাদের বাচার সময়টাই ফুরিয়ে যাচ্ছে।


এভাবেই দেশ চলে যায় রসাতলে। তরুণ প্রজন্মের উদ্দেশ্যে শুধু এটুকুই

বলার, মৌসুমী বা নির্দিষ্ট দিন গুলোয় দেশপ্রেমিক না সত্যিকার অর্থে দেশটাকে ভালোবাসতে।


আনন্দ ফুর্তির জোয়ারে জীবনটাকে ভাসিয়ে না দিয়ে সুন্দর ভাবে গড়ে তুলতে। তবেই তো গড়ে উঠবে সোনার বাংলাদেশ।