আপডেট কিছু তথ্য জেনে নিন- সকল পরিক্ষার জন্য গুরুত্বপুর্ণ!

অনলাইনে পড়াশোনা July 11, 2016 3,142
আপডেট কিছু তথ্য জেনে নিন- সকল পরিক্ষার জন্য গুরুত্বপুর্ণ!

১. বর্তমানে দেশে উপজেলার সংখ্যা কতটি?

উঃ ৪৯০টি ( সর্বশেষ কর্ণফুলী। )

-

২. বর্তমানে দেশে থানার সংখ্যা কতটি?

উঃ ৬৩৯টি ( সর্বশেষ মহিপুর, পুটুয়াখালী )

-

৩. বর্তমানে দেশে পৌরসভার সংখ্যা কতটি?

উঃ ৩২৬টি ( আলফাডাঙ্গা, ফরিদপুর )

-

৪. বর্তমানে মাথাপিছু আয় কত মার্কিন ডলার?

উঃ১৩১৪ মার্কিন ডলার

-

৫. জনসংখ্যার ঘনত্ব (প্রতি বর্গ কি.মি.) কত?

উঃ ১০৩৫ জন

-

৬. দেশে বর্তমানে সচিব পদের সংখ্যা কতটি?

উঃ ১১০ টি

-

৭. দেশে মোট স্থলবন্দর কয়টি?

উঃ ২৩টি (বাল্লা, হবিগন্জ)

-

৮. মোট সরকারি কলেজ কতটি?

উঃ ৩২৪টি

-

৯. সর্ববৃহৎ চুনাপাথরের খনি?

উঃ তাজপুর, বদলগাছী, নওগাঁ।