গনিত রাজা হতে চান ? যে কোন শতকরা হিসাব নিকাশ করে ফেলুন মাত্র এক সেকেন্ডে-

অনলাইনে পড়াশোনা July 11, 2016 3,309
গনিত রাজা হতে চান ? যে কোন শতকরা হিসাব নিকাশ করে ফেলুন মাত্র এক সেকেন্ডে-

গনিত রাজা হতে চান ? যে কোন শতকরা হিসাব

নিকাশ করে ফেলুন মাত্র এক সেকেন্ডে-

-

1. 30% of 50 = 15 (3×5=15)

-

টেকনিকঃ

প্রশ্নে উল্লেখিত সংখ্যা দুটি হল 30 এবং 50।

এখানে উভয় সংখ্যার এককের ঘরের অংক ‘শুন্য’

আছে। যদি উভয় সংখ্যার এককের ঘরের অংক ‘শুন্য’

হয় তাহলে উভয় সংখ্যা থেকে তাদের (শুন্য) বাদ

দিয়ে বাকি যে সংখ্যা পাওয়া যায় তাদেরকে

গুণ করলেই উত্তর বের হয়ে যাবে অর্থাৎ এখানে 3

এবং 5 কে গুণ করলেই উত্তর বের হয়ে যাবে।

-

আরও কিছু দেখুন -

2. 40% of 60 = 24 (4×6=24)

3. 20% of 190 = 38 (2×19=38)

4. 80% of 40 = 32 (8×4=32)

5. ৫০ এর ১০% কত? =৫ (৫×১=৫)

-

-

১. 20% of 18= 3 (2×1.8 = 3.6)

-

টেকনিকঃ

এখানে দুটি সংখ্যার মধ্যে একটির এককের ঘরের

সংখ্যা ‘শুন্য’। তাহলে এখন কি করব? ঐ ‘শুন্য’ টাকে

বাদ দেব আর যে সংখ্যায় ‘শুন্য’ নেই সেই সংখ্যার

এককের ঘরের আগে একটা ‘দশমিক’ বসিয়ে দেব।

বাকী কাজটা আগের মতই।

-

আরও কিছু দেখুন -

২. 25% of 44=11 (2.5×4.4=11)

৩. 245% of 245=600.25 (24.5×24.5=600.25)

৪. ১২৫ এর ২০% কত? = ২৫ (১২.৫×২=২৫)

৫. ১১৫২৫ এর ২৩% কত? =২৬৫০.৭৫ (১১৫২.৫×২.৩)

=২৬৫০.৭৫