জানেন রাস্তায় সাদা-হলুদ দাগ দিয়ে কি বুঝায়?

জানা অজানা July 5, 2016 1,923
জানেন রাস্তায় সাদা-হলুদ দাগ দিয়ে কি বুঝায়?

প্রতিদিন তো আমরা রাস্তায় চলাচল করি। কিন্তু কখনো ভেবে দেখেছি রাস্তার উপরে সাদা বা হলুদ দাগের অর্থ কি?


মাথায় এলেও হয়তো পাত্তা না দিয়ে এড়িয়ে গেছি বিষয়টি।

তবে চলার প্রয়োজনে বিষয়গুলো আপনার জেনে রাখা খুবই জুরুরি। চলুন একে একে পরিচিত হই সেই সব দাগের সঙ্গে।


টানা সাদা দাগ:

কোনও রাস্তায় এই দাগ দেখলে বুঝবেন, বলা হচ্ছে কোনও অবস্থাতেই আপনি লেন পাল্টাতে পারবেন না। যে লেনে ড্রাইভ করছেন, সেই লেনেই থাকুন।


ভাঙা ভাঙা সাদা দাগ:

রাস্তায় এই দাগ থাকার অর্থ, আপনি লেন পাল্টাতেই পারেন। কিন্তু অত্যন্ত সতর্ক থাকতে হবে আপনাকে। অর্থাৎ, নিরাপদ বুঝলে তবেই লেন পাল্টান।


টানা হলদে দাগ:

রাস্তায় এই দাগ থাকার অর্থ, আপনি ওভারটেক করতে পারেন। কিন্তু কোনওভাবেই হলদে দাগ পেরোতে পারবেন না। নিজের লেনে থেকেই আপনাকে ওভারটেক করতে হবে।


যদিও ভারতে এক রাজ্য থেকে অন্য রাজ্যে এই ধরনের হলুদ দাগের ব্যাখ্যা ভিন্ন। যেমন তেলেঙ্গানায় এই ধরনের হলদে দাগ থাকার অর্থ, আপনি কোনওভাবেই ওভারটেক করতে পারবেন না।


টানা জোড়া হলদে দাগ:

এই ধরনের জোড়া হলদে দাগ দেখলে বুঝবেন, এই দাগের উপরে আপনি কোনওভাবেই আসতে পারবেন না। অর্থাৎ, লেন পাল্টানো যাবে না।


ভাঙা ভাঙা হলদে দাগ:

এই ধরনের হলদে দাগের উপর দিয়ে যেতেই পারেন, কিন্তু সতর্কতার সঙ্গে।


টানা হলদে দাগের পাশে ভাঙা হলদে দাগ:

এই ধরনের দাগের অর্থ, আপনি যদি ভাঙা দাগের দিক ধরে ড্রাইভ করেন, তা হলে আপনি ওভারটেক করতে পারবেন।


কিন্তু আপনি যদি টানা হলদে দাগের দিক ধরে ড্রাইভ করেন, তাহলে ওভারটেক নৈব নৈব চ।