কষ্টের মানচিত্র

কষ্টের কবিতা July 3, 2016 8,051
কষ্টের মানচিত্র

অনিন্দ্য আসাদ


কষ্ট থাকে চোখের কোনে

কষ্ট থাকে মনে

কষ্ট থাকে সাতটি সুরের

গভীর আলাপনে।


কষ্ট থাকে ভালোবাসায়

কষ্ট থাকে প্রেমে

কষ্ট থাকে স্বপ্ন বোনার

অনুরাগের ফ্রেমে।

কষ্ট থাকে ঢেউয়ের ভাঁজে

কষ্ট নদীর বুকে

কষ্ট নিয়েই সুনীল সাগর

বইছে ধূকে ধূকে।


কষ্ট চলেগেলে দূরে

কষ্ট কাছে এলে

কষ্ট লাগে আপনজনা

অন্যের হয়ে গেলে।


কষ্ট থাকে দিনের মাঝে

কষ্ট রাতের কোলে

পূর্ণিমাতে কষ্ট চাঁদের

জোছনা হয়ে গলে।


কষ্ট থাকে আকাশের ঐ

বিশাল বুকটা ভরে

তাইতো তারি কষ্টগুলো

বৃষ্টি হয়ে ঝরে।


কষ্ট ছিলো কষ্ট আছে

কষ্ট রবে বুকে

তাইতো কবি কষ্ট নিয়েই

মরছে ধূকে ধূকে।