প্রেমিক-প্রেমিকাদের জন্যে

ফেসবুকীয় লেখা July 1, 2016 10,363
প্রেমিক-প্রেমিকাদের জন্যে

পথ ধরে হেঁটে যাচ্ছিল একটি জাদুকর । হঠাত তার চখে পরল একটি যুবতি মেয়ে কাঁদছে । তাই দেখে জাদুকর বলল-


জাদুকরঃ আপনাকে কোন ভাবে সাহায্য করতে পারি ?


মেয়েটিঃ আমাকে সাহায্য করতে পারে শুধু অলৌকিক কোন ঘটনা !


জাদুকরঃ অলৌকিক ঘটনা ! এ তো আমার আওতায় । আমি জাদুকর, আপনার তিনটি ইচ্ছা আমি পূরন করতে পারব । বলুন এক এক করে ।


মেয়েটিঃ আমি রূপবতী নই ।কিন্তু জানেন এত ইচ্ছা করে যেন পুরুষেরা আমাকে দেখেই পাগল হয়ে যায় !


জাদুকর তার একটি দাড়া ছিরে তার মন্তর পরতে লাগল । সাথে সাথে মেয়েটির ইচ্ছা পূরন হয়ে গেল । তার পরের ইচ্ছা বলার জন্য বলা হল । মেয়েটি বলল-


মেয়েটিঃ শুধু সৌন্দর্য দিয়ে কি হবে ! আমার অর্থ সম্পদ নেই, নেই নিজের বাড়ী । আমাকে কে পছন্দ করবে ?


জাদুকর তার জন্য শহরের মাঝখানে একটি রাজপ্রাসাদ

বানিয়ে দিল । এবার শেষ ইচ্ছার পালা । মেয়েটি কে বলা হল তার শেষ ইচ্ছার কথা বলতে ।


এবার মেয়েটি ভাবতে লাগল এই জাদুকর কে যদি আমি বিয়ে করি তাহলে আমি ৩ টি জিনিস কেন সারা জীবন যত খুশি চেয়ে নিতে পারব । এবার মেয়েটি বলল-


মেয়ে: আমার শেষ ইচ্ছা তোমায় আমি বিয়ে করব । এ কথা শুনে জাদুকর পরল মহা বিপদে কিন্তু কি করবে তার

ইচ্ছা পূরন করতে সে তাকে বিয়েই করল ।


এবার মেয়েটি বলল- আমাকে সোনার গহনা দিয়ে রাজকন্যা বানিয়ে দাও ।


জাদুকরঃ আমি তো আর পারব না কারন আমার জাদু ছিল সীমিত । প্রতি ৫ বছর পর পর আমি আমার নিজের জন্য না, মানুষের তিনটি ইচ্ছা পূরন করতে পারি ।


মেয়েটি রেগে গিয়ে জাদুকরের দাড়ি ধরে এমন একটি টান দিল যার কারনে জাদুকর তার জাদু চিরতরে হারিয়ে একে বারে মরার পথে ।


মেয়েটিঃ হারামজাদা এ কথাটি বিয়ের আগে বললিনা কেন ? এবার তুই মর, আমি আমার মত একটি রাজপুত্র কে বিয়ে করে সুখে থাকব ।


ততখ্যনে জাদুকরটি মারা গেল । যেই জাদুকরটি মারা গেল তার সাথে সাথে মেয়েটি আবার তার আগের অবস্থা হয়ে গেল।


এখন মেয়েটি কাঁদতে কাঁদতে বলল- হায় যা ছিল তাই তো ভাল ছিল, বেশী খেতে গিয়ে কম ও যোটল না ।


যে ভাইয়েরা প্রেম করেন তাদের কে বলছি, ভাই যথেস্ট পরিমান টাকা না নিয়ে প্রেমিকাকে দিয়ে ঘুরতে বের হবেন না । কারনটা বোঝতেই তো পারছেন । জাদুকরের দাড়ি গেছে, আপনার পেন্ট ও যেতে পারে , বলা যায়না কারন মেয়েদের প্রতি বিশ্বাস নেই ।


কিন্তু সবাই তো আর এক রকম নয়, তাও মনে রাখতে হবে।


আর আপুদের বলি বেশী খেতে যাবেন না তাহলে পরে আম আনতে গিয়ে ছালা হারাবেন ।