মোবাইল নম্বরের সঙ্গে ছবি যুক্ত করবেন যেভাবে!

মোবাইল টিপস June 30, 2016 2,582
মোবাইল নম্বরের সঙ্গে ছবি যুক্ত করবেন যেভাবে!

স্মার্টফোনে নম্বর সংরক্ষণের পাশাপাশি ফোন করলে সেই ব্যক্তির ছবি প্রদর্শনের ফিচার রয়েছে। এ জন্য নম্বরেরর পাশাপাশি ছবি যুক্ত করতে হয়। তবে বিষয়টি অনেকেই জানেন না।


কিভাবে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ফোনে নম্বরের সঙ্গে ছবি যুক্ত করতে হয় তা এ টিউটোরিয়ালে তুলে ধরা হলো।


প্রথমে স্মার্টফোনের হোম স্ক্রিন থেকে ফোনের অপশনে যেতে হবে। সেখান থেকে ‘Contacts’-এ ক্লিক করতে হবে।





তারপর যে ব্যক্তির ছবি যোগ করতে চান সেই কন্ট্রাক্ট নেইম নির্বাচন করে তাতে ক্লিক করতে হবে। তাহলে ফোন নম্বরটির বিস্তারিত তথ্য দেখা যাবে।





সেখান থেকে উপরে ডান দিনে এডিট আইকনে ক্লিক করতে হবে।


এরপর নামের পাশে প্লাস আইকনটিতে ক্লিক করতে হবে। তাহলে ছবিটি কোথা থেকে আনতে হবে তা প্রদর্শিত হবে। পছন্দ মত অপশন নিবার্চন করে ছবিটি দেখিয়ে দিতে হবে। চাইলে ‘take picture’ অপশনটিতে ক্লিক করে ছবি তুলে তা ব্যবহার করা যাবে।





তারপর ছবি নির্বাচন হলে গেলে সেইভ বাটনে ক্লিক করতে হবে। তাহলে নম্বরের পাশে ছবি সংরক্ষণ হয়ে যাবে।