

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আসআ’লুকা ফিহি মা ইয়ুরদিক; ওয়া আউ’জুবিকা মিম্মা ইয়ু’জিক; ওয়া আসআ’লুকাত তাওফিক্বা ফিহি লি-আন উত্বিআ’কা ওয়া লা আ’চিয়াক; ইয়া ঝাওয়াদাস সাই’লিন।
অর্থ : হে আল্লাহ! আজ তোমার কাছে ঐসব আবেদন করছি, যার মধ্যে তোমার সন্তুষ্টি রয়েছে। যা কিছু তোমার কাছে অপছন্দনীয়, তা থেকে তোমার আশ্রয় চাই। তোমারই আনুগত্য করার এবং তোমার নাফরমানী থেকে বিরত থাকার তাওফিক দাও। হে প্রার্থীদের প্রতি দানশীল।
পরিশেষে...
আল্লাহ তাআলা রমজানের শেষ দশকের আজকের (৪র্থ) দিনে মুসলিম উম্মাহকে জীবনের সকল গোনাহ থেকে মুক্তি দিয়ে তাঁর আশ্রয় লাভের তাওফিক দান করুন। আমিন।








পাঠকের মন্তব্য (0)
Please login To write comment