বাণী- উপদেশ : ২৯ জুন ২০১৬

স্মরণীয় উক্তি June 29, 2016 1,327
বাণী- উপদেশ : ২৯ জুন ২০১৬

বাণী

মানুষ সর্বোচ্চ পর্বতচূড়ায় আরোহণ করতে পারে; কিন্তু সেখানে বেশিক্ষণ বাস করতে পারে না। -জর্জ বার্নার্ড শ


সাধারণ লোকের চাহিদাও অতি সাধারণ। - ভার্জিল


বিষয়ের (ভোগ্যবস্তুর) কথা ভাবিতে ভাবিতে মানুষের সেই সকল বিষয়ে আসক্তি জন্মে, আসক্তি হইতে কামনা এবং কামনা হইতে (বাধা পাইলে) ক্রোধ জন্মে, ক্রোধ হইতে মোহ জন্মে, মোহ হইতে স্মৃতিভ্রংশ (শাস্ত্রের উপদেশ ইত্যাদি ভুলিয়া যাওয়া) এবং স্মৃতিভ্রংশ হইতে বুদ্ধিনাশ হয়; বুদ্ধিনাশ হইলে মানুষ অধঃপতনে যায়। - শ্রীশ্রীগীতা


যা পেয়েছ তা যদি অপর্যাপ্ত মনে কর তা হলে সারাটা পৃথিবী পেলেও তোমার দুঃখ ঘুচবে না। -সিনেকা


উপদেশ

সালাম করিতে কার্পণ্য করিও না - করিলে কৃপণ বলিয়া গণ্য হইবে৷


এমন ওয়াদা করিও না - যাহা পূরণ করিতে পারিবে না৷