স্মার্টফোন নিরাপদ রাখতে...

মোবাইল টিপস June 28, 2016 880
স্মার্টফোন নিরাপদ রাখতে...

স্মার্ট দুনিয়ার স্মার্ট চয়েস স্মার্টফোন৷ পথে-ঘাটে, বাড়ি-অফিসে সর্বত্রই এর বিচরণ৷ কিন্তু, স্মার্টফোনের স্মার্ট ব্যবহার কতজনই বা জানেন? কতজনই বা বোঝেন ঠিক-ভুলের সঠিক তথ্য৷ প্রত্যেকেই কম-বেশি কিছু না কিছু ভুল করে বসেন৷ যেমন-


১. বেশিরভাগ স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যেই সিকিউরিটি সফটওয়্যার নিয়ে উদাসীনতা দেখা যায়৷ কাজ তো চলছে, এই মনোভাবই অনেকে পোষণ করেন৷ কিন্তু, এতেই স্মার্টফোনের সবচেয়ে বেশি ক্ষতি হয়৷


২. স্মার্টফোনের আপডেটের মেসেজ এলেই সঙ্গে সঙ্গে তা করে নেয়া উচিত৷ না হলে ফোন তো স্লো হয়ে যায়, ডিভাইসেও নানা সমস্যা দেখা দেয়৷


৩. অনেকেই ফোনের লক সিস্টেম-এ পিন বা পাসওয়ার্ডের ব্যবহার করেন না৷ কিন্তু, খুব বেশি সোয়াইপ করলে ফোন স্ক্রিন ক্ষতিগ্রস্ত হয়৷


৪. জেল ব্রেক বা রুটিং করার ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করা উচিত৷ প্রত্যেক স্মার্টফোনের অ্যাপ ডাউনলোড করার নির্দিষ্ট কিছু নিয়ম-কানুন রয়েছে সেগুলো অবশ্যই মেনে চলা প্রয়োজন৷


৫. নিজের মোবাইল ডেটা বাঁচিয়ে ইন্টারনেট সার্ফিং কে না করতে চায়? তাই অনেকের মধ্যেই ফ্রি ওয়াইফাই ব্যবহার করার প্রবণতা দেখা যায়৷ কিন্তু, এই বিনামূল্যের ওয়াইফাই থেকেই আপনার স্মার্টফোনে আধিপত্য বিস্তার করতে পারে হ্যাকাররা৷


৬. যেকোনো কম্পিউটারে মোবাইল ফোনের ডেটা ক্যাবল ঢোকানোর অভ্যাস ছাড়ুন৷ এতে ভয়ঙ্কর ভাইরাস ঢুকে পড়তে পারে আপনার মোবাইলে৷


ছোট ছোট ভুল বড় মাশুলের কারণ হতে পারে৷ তাই আগে থেকে সাবধান হোন৷ আপনার স্মার্টফোনকে নিরাপদ রাখুন৷