রমজান ২০ : মাগফিরাতের শেষ দিনে জান্নাত লাভের দোয়া

ইসলামিক শিক্ষা June 26, 2016 1,205
রমজান ২০ : মাগফিরাতের শেষ দিনে জান্নাত লাভের দোয়া

২০ রমজান ১৪৩৭ হিজরি, রোববার। মাগফিরাতের দশকের শেষ দিন। ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা লাভের শেষ সুযোগ আজকের দিন। মুমিন বান্দার জন্য জান্নাত লাভ এবং অন্তরে প্রশান্তি লাভের জন্য একটি দোয়া তুলে ধরা হলো-


উচ্চারণ : আল্লাহুম্মাফ তাহলি ফিহি আবওয়াবাল ঝিনান; ওয়া আগ্‌লিক্ব আ’ন্নি ফিহি আবওয়াবান নিরান; ওয়া ওয়াফ্‌ফিক্বনি ফিহি লি-তিলাওয়াতিল ক্বুরআন; ইয়া মুনযিলাস সাকিনাতি ফি ক্বুলুবিল মু’মিনিন।


অর্থ : হে আল্লাহ! এ দিনে আমার জন্য বেহেশতের দরজাগুলো খুলে দাও এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দাও। আমাকে কুরআন তিলাওয়াতের তাওফিক দান কর। হে ঈমানদারদের অন্তরে প্রশান্তি দানকারী।


পরিশেষে...

আল্লাহ তাআলা মাগফিরাতের দশকের শেষ দিনে মুসলিম উম্মাহকে ক্ষমা দান করুন। জাহান্নাম থেকে হিফাজত করে জান্নাত নসিব করুন। অন্তরে প্রশান্তি লাভ করার তাওফিক দান করুন। আমিন।