তিন মাওলানার ওয়াজ সরাতে বিটিআরসির উদ্যোগ!

BTRC News June 25, 2016 1,893
তিন মাওলানার ওয়াজ সরাতে বিটিআরসির উদ্যোগ!

তিন মাওলানার ওয়াজের ভিডিও ও অডিও ক্লিপিংস সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে ফেলতে কাজ শুরু করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি।


মাওলানা জসিম উদ্দিন রহমানীর পাশাপাশি মাওলানা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ও তারিক মনোয়ারের আপলোড করা ভিডিও ও অডিও সরিয়ে নিতে সামাজিক মাধ্যমগুলোর সঙ্গে যোগাযোগ শুরু করা হয়েছে।


সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রনালয় এ বিষয়ে পদক্ষেপ গ্রহণের সুপারিশ করলে তাৎক্ষণিকভাবে বিটিআরসি ফেইসবুক কর্তৃপক্ষকে তাদের নেটওয়ার্কে থাকা ক্লিপিংসগুলো সরিয়ে নিতে চিঠি দিয়েছে।


অন্যদিকে ইউটিউবে আপলোডকরা বয়ান সরানোর বিষয়ে এখন বিটিআরসি কাজ করছে বলে জানিয়েছেন কমিশনের এক শীর্ষ কর্মকর্তা।


সম্প্রতি যত জঙ্গি ধরা পড়েছে, তাদের প্রত্যেকেই আদালতের জবানবন্দিতে মাওলানা জসিম উদ্দিনের ওয়াজের বয়ানের কথা বলেছে। তার প্রেক্ষিতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন গত ১২ জুন স্বরাষ্ট্র মন্ত্রনালয়কে এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করে।


এরপর ১৪ জুন স্বরাষ্ট্র মান্ত্রনালয় জঙ্গিবাদে উৎসাহ দেওয়া ক্লিপিংসগুলো সরিয়ে নেত বিটিআরসিকে পরামর্শ দেয়।


এর আগে বিটিআরসি সম্প্রতি আরও কয়েকটি সামাজিক ম্যাসেঞ্জিং অ্যাপ বন্ধ করে দিয়েছে।


জঙ্গিরা এসব অ্যাপ ব্যবহার করে নিজেদের মধ্যে যোগাযোগ করছিল বলে তখন জানান বিটিআরসির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ।


তারও আগে গত বছরের শেষ দিকে দুই যুদ্ধপরাধীর ফাঁসির রায় বহায় রাখলে সম্ভাব্য নাশকতা এড়াতে সরকার ফেইসবুক, ভাইবার, হোয়াটসঅ্যাপসহ বেশ কিছু সামাজিক যোগাযোগ সাইট বেশ কিছুদিনের জন্য বন্ধ রাখে।


এতে ইতিবাচক ফল মিলেছে বলে একাধিকবার উল্লেখ করেছেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।