রোজা আল্লাহভীতি অর্জনে সাহায্য করে!

ইসলামিক শিক্ষা June 25, 2016 691
রোজা আল্লাহভীতি অর্জনে সাহায্য করে!

চলছে ‍মুসলিম উম্মাহর জন্য পবিত্র মাস ‘রমজান’। রমজানের অন্যতম লক্ষ্যই হচ্ছে মানুষের মধ্যে তাকওয়া বা আল্লাহ-ভীতি অর্জনে সাহায্য করা।


এ মাসে ইবাদতের মাধ্যমে খুব সহজে আল্লাহর ভীতি অর্জন করা যায়। এটা আল্লাহ নিজেই পবিত্র কোরআন-এ বলেছেন।


সূরা আল-বাকারা: ১৮৩ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ‘হে বিশ্বাসীগণ ! তোমাদের জন্য সিয়ামের বিধান দেয়া হল, যেমন বিধান তোমাদের পূর্ববর্তীদের দেয়া হয়েছিল, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পার।’


তাহলে এবার আসুন জেনে নিই এই তাকওয়া কী ? আর কেনইবা তা সিয়াম সাধনার মাধ্যমে অর্জন করা যাবে ?


তাকওয়া হল : আল্লাহ যা আদেশ করেছেন তা প্রতিপালন করা। আর যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা। এটা করা হবে আল্লাহর পক্ষ থেকে প্রতিদান লাভ ও তার শাস্তি থেকে মুক্তি পাওয়ার আশায়।


সিয়াম পালনকারী আল্লাহর নির্দেশের সামনে আত্মসমর্পণ করে যখন বৈধ পানাহার ও যৌনাচার বর্জন করতে পারে তখন সে অবশ্যই অবৈধ আচার-আচরণ, কথা ও কাজ এবং ভোগ-বিলাস থেকে বেঁচে থাকতে পারবে।