

ধাঁধা :
১. ‘থাকে না চোখে,
রয় না আকাশে।
ফুল বাগানে ফুল হয়ে
মিটি মিটি হাসে।
২. ‘চার কোলে চার খুঁটি
মাঝখানেতে ভিটা,
টানলে দেখবে সাদা
খাইতে কিন্তু মিঠা।’
৩. ‘একজন হাসে, একজন ভাসে,
একজন মাটিতে থাকে বসে।’
৪. ‘অল্পে লাগে না ভালো,
বেশি দিলে বিষ।
শাশুড়ি বলে বউকে,
ঠিক মতন দিস।’
উত্তর :
১. নয়নতারা
২. দুধ
৩. শাপলা, ডাটা ও শামুক
৪. লবণ