ঋন পরিশোধে সহ্মম ব্যক্তির তালবাহানা ও গড়িমসিতে তার অপমানিত হওয়া ও শাস্তি পাওয়া বৈধ-রাসূলূল্লাহ (সঃ)

ইসলামিক শিক্ষা June 21, 2016 1,072
ঋন পরিশোধে সহ্মম ব্যক্তির তালবাহানা ও গড়িমসিতে তার অপমানিত হওয়া ও শাস্তি পাওয়া বৈধ-রাসূলূল্লাহ (সঃ)

রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ ঋন পরিশোধে সহ্মম ব্যক্তির তালবাহানা ও গড়িমসিতে তার অপমানিত হওয়া ও শাস্তি পাওয়া বৈধ করে দেয়। (আবু দাউদ)


হাদীসের মর্মার্থঃযে ব্যক্তি ঋন নেয় এবং হ্মমতা থাকা সত্ত্বেও তা পরিশোধ করতে বাহানা করে বা না দেয়ার ইচ্ছা করে তবে তার এ অপরাধটা এতই জঘণ্য যে,সমাজের চোখে তার সম্মান ও ভাব হ্মু্ন্ন করা বৈধ হয়ে যায় এবং তাকে শাস্তি দেয়া যায়।


যে দেশে ইসলামী জীবন ব্যবস্থা চালু থাকবে, সে দেশে এ ধরনের লোক থাকলে ইসলামী রাষ্ট্রের কর্মচারীরা তাকে শাস্তি দিতে পারবে এবং তাকে সম্ভাব্য কোন উপায়ে অপমানিত করে তা আদায় করতে পারবে।