

ধাঁধা :
১. ‘আমার মার ফেলে
আমের ফেল আ,
রাখালের খাল ফেলে
লবণ দিয়ে খা।’
২. ‘আগা গোড়া বেশি নয়,
মাঝে বেশি জল।
গাছে গাছে ফলে থাকে,
সে কি দেশি ফল।’
৩. ‘এখানে আছে সেখানে আছে,
শরীর আছে মুখ আছে।
মুখ দিয়ে কাগজ ফুটাই,
তারপর কাগজে থেকে যাই।’
৪. ‘কারো সঙ্গে এলে
যায় না ফেলে রাখা,
একলা দেখে তাকে
তুচ্ছ মনে রাখা।’
উত্তর :
১. আমড়া
২. কদম
৩. আলপিন
৪. শূন্য