১৪ রমজান : পরকালের বিপদ-আপদ থেকে মুক্তির দোয়া

ইসলামিক শিক্ষা June 20, 2016 1,373
১৪ রমজান : পরকালের বিপদ-আপদ থেকে মুক্তির দোয়া

আজ ১৪ রমজান। মাগফিরাতের দশকে চতুর্থ দিন। এ দশকে আল্লাহ তাআলা তাঁর বান্দাদেরকে গোনাহ থেকে ক্ষমা করবেন। বান্দাহ তাঁর মর্যাদার ওসিলায় বিপদ-আপদ থেকে হিফাজত থাকতে একটি দোয়া তুলে ধরা হলো-


উচ্চারণ : আল্লাহুম্মা লা তুআখিজনি ফিহি বিলআ’ছারাতে; ওয়া আক্বিলনি ফিহি মিনাল খাত্বায়্যা ওয়া হাফাওয়াত; ওয়া লা তাঝআ’লনি ফিহি গারাদান লিলবালায়া ওয়াল আফাত; বিই’যযাতিকা ইয়া ই’যযাল মুসলিমিন।


অর্থ : হে আল্লাহ! এদিনে আমাকে আমার ভ্রান্তির জন্যে জিজ্ঞাসাবাদ করো না। আমার দোষ-ত্রুটিকে হিসেবের মধ্যে ধরো না। তোমার মর্যাদার ওসিলায় আমাকে বিপদ-আপদ ও দুর্যোগের লক্ষ্য বস্তুতে পরিণত করো না। হে মুসলমানদের মর্যাদা দানকারী।


পরিশেষে...

আল্লাহ তাআলা মাগফিরাতের দশকে মুমিন বান্দাকে দুনিয়ার সকল ভ্রান্তি থেকে হিফাজত করুন। পরকালের সকল আপদ-বিপদ থেকে হিফাজত থাকতে আল্লাহ তাআলার ক্ষমা লাভের তাওফিক দান করুন। আমিন।