জেনে নিন, বিশ্বের সফল ব্যক্তিরা ঘুম থেকে ওঠেন কখন

জানা অজানা June 19, 2016 1,407
জেনে নিন, বিশ্বের সফল ব্যক্তিরা ঘুম থেকে ওঠেন কখন

একজন সুস্থ মানুষের পাঁচ ঘন্টার ঘুমই যথেষ্ট। তবে আমাদের দেশের বেশির ভাই মানুষই ৭/৮ ঘন্টারও বেশি সময় ঘুমে কাটিয়ে দেন। তবে, দিনের নির্দিষ্ট সময়ের মধ্যে ঘুমিয়ে পড়া ও ঘুম থেকে ওঠাটাও একটি দৈনন্দিন শৃঙ্খলা৷


আর তা যে মেনে চলতে পারবে সেই হবে সফলদের একজন। এই পৃথিবীর প্রতিটি সফল মানুষই সময়ের গুরুত্ব বুঝতে পেরেছেন৷ ঘুমের মধ্যে সময় অপচয় না করেই তারা আজ হয়ে উঠেছেন বিশ্ব নেতা৷


একটি সমীক্ষায় দেখা গেছে, বিশ্বে প্রতিটি সফল মানুষই অনেক ভোরেই ঘুম থেকে ওঠেন৷ ঘুম থেকে উঠে দিনের পরবর্তী কর্মসূচিগুলি এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করতে পারেন৷ ফলে, দিনের শুরুটাই হয় পরিকল্পিত৷


মার্কিন সমীক্ষায় উঠে এসেছে, বিশ্বের একাধিক সফল ব্যক্তির নাম৷ যাদের মধ্যে প্রায় প্রত্যেকেই অনেক আগেই ঘুম থেকে ওঠেন৷ আনকেই আছেন, যারা সূর্য ওঠার আগেই ঘুম থেকে উঠে দিন শুরুর প্রস্তুতি নিয়ে ফেলেন৷ প্রায় ৯০ শতাংশ সফল ব্যক্তিই সকাল ৬টার মধ্যে ঘুম থেকে উঠে হাল্কা নাস্তা করে নেন৷পরে দেখে নেন তাদের দিনের পরবর্তী কর্মসূচিতে কি কি আছে৷ আর প্রতিটি কাজই করেন ঘড়ি ধরে৷


দেখে নেয়া যাক, কারা কখন ঘুম থেকে ওঠেন-


বারাক ওবামা, মার্কিন প্রেসিডেন্ট : নিয়ম করে সাড়ে ৬টায় ঘুম থেকে ওঠেন। করেন জিম৷ সপরিবারে করেন ব্রেকফাস্ট৷


ডেভিড ক্যামরুন, ব্রিটিশ প্রধানমন্ত্রী : সকাল ৬টায় তার ঘুম ভাঙে৷ সকাল ৮টা পর্যন্ত দিনের সমস্ত সরকারি কর্মসূচি খতিয়ে দেখেন৷ করেন সপরিবারে ব্রেকফাস্ট৷


টিম কুক, অ্যাপেল কর্তা : নিয়ম মেনে ঘুম থেকে ওঠেন সাড়ে ৪টা নাগাদ৷ ৫টা পর্যন্ত জিন করেন৷ সাড়ে ৫টায় ব্রেকফাস্ট৷ এরপর গোটার দিনের প্রস্তুতি নিয়ে নিজের দফতরে হাজির হন তিনি৷


জিফ বিজস, আমাজন কর্তা : গ্রাহক পরিষেবা দেয়াই তার ধ্যানজ্ঞান৷ ঘুম থেকে ওঠেন অনেক সকালে৷ ঘুম থেকে উঠে একটু ব্রেকফাস্ট মুখে দিয়েই পৌঁছে যান নিজের দফতরে৷


বিল গেটস, মাইক্রোসফট : সকাল ৫টায় উঠে ব্যায়ামের জন্য অন্তত এক ঘণ্টা সময় কাটান৷


নরেন্দ্র মোদি, ভারতের প্রধানমন্ত্রী : সকালে ঘুম থেকে ওঠেন ৫টায়৷ করেন প্রাণায়াম, সূর্য বন্দনা, যোগা৷


মার্ক জুকারবার্গ, ফেসবুক প্রধান : ওঠেন ভোর ৬টায়৷ সকালেই পৌঁছে যান নিজের অফিসে৷


জ্যাক ডরসি, টুইট্যার : রোজ সকালে নিয়ম করে ঘুম থেকে ওঠেন সাড়ে ৫টায়৷ ধ্যান ও পরে পাঁচ মাইল হাঁটেন৷


মুকেশ আম্বানি, রিলায়েন্স : রোজ সকালে পাঁচ থেকে সাড়ে ৫টার মধ্যে উঠে পড়েন৷ এক ঘণ্টা জিম করেন৷ নিয়োম করে পড়েন সংবাদাপত্র৷


বিরাট কোহলি, ক্রিকেটার : রোজ ৬টায় ঘুম থেকে উঠেন৷ তখন থেকেই নেমে যান অনুশীলনে৷