

ধাঁধা :
১. ‘একজন হাসে, একজন ভাসে,
একজন মাটিতে থাকে বসে।’
২. ‘কোন জিনিসের বুড়ো আঙুল আছে,
সাথে চারটা আঙুলও আছে;
কিন্তু জিনিসটা জীবিত নয়।’
৩. ‘থাকে না চোখে,
রয় না আকাশে।
ফুল বাগানে ফুল হয়ে
মিটি মিটি হাসে।’
৪. ‘চার কোলে চার খুঁটি
মাঝখানেতে ভিটা,
টানলে দেখবে সাদা
খাইতে কিন্তু মিঠা।’
উত্তর :
১. শাপলা, ডাটা বা লাইল ও শামুক
২. দস্তানা/হাতমোজা
৩. নয়নতারা
৪. দুধ