টায়ারের দাম ৪ কোটি!জায়গা করে নিয়েছে গিনেস ওয়ার্ল্ড বুক অব রেকর্ডে...

ওয়ার্ল্ড রেকর্ডস June 17, 2016 1,178
টায়ারের দাম ৪ কোটি!জায়গা করে নিয়েছে গিনেস ওয়ার্ল্ড বুক অব রেকর্ডে...

মোটরগাড়ির একটি টায়ারের দাম আর কত হবে। বেশি হলে হাজার থেকে লাখ টাকা পর্যন্ত। কিন্তু অবাক করার বিষয় হলো এই টায়ারই ৪ কোটি ১০ লাখ রুপিতে বিক্রি হয়েছে।


বিক্রয়ের স্থান সংযুক্ত আরব আমিরাতের দুবাই। সেখানে এক বাণিজ্য মেলায় প্রায় চার কোটি ১০ লাখ ভারতীয় রুপিতে দুটি টায়ার বিক্রয় হয়। এই টায়ারগুলো তৈরি করেছিল দুবাইয়ের ‘জেড টায়ার্স’ নামের একটি কোম্পানি।


তবে বিশ্বে এর আগে অত দামে কখনো টায়ার বিক্রি হয়নি।


ফলে ইতিমধ্যেই এই টায়ার গিনেস ওয়ার্ল্ড বুক অব রেকর্ডে জায়গা করে নিয়েছে।


টায়ারগুলোর এত দামের কারণ হলো এসব সোনা দিয়ে তৈরি। এর মূল উপাদান রাবার হলেও এগুলো ছিল গোল্ড প্লেটেড। এ ছাড়া টায়ারগুলোর গায়ে সোনা দিয়ে খোদাই করে নকশা তৈরি করা হয়েছে। আর সজ্জিত করা হয়েছে মূল্যবান হীরা দিয়ে।


জেনিসেসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা হারজিভ কান্দারি বলেন, পবিত্র রমজান মাসের পবিত্রতার সঙ্গে তাল মিলিয়ে টায়ার বিক্রির সমুদয় অর্থ ‘জেনিসেস ফাউন্ডেশন’ নামের একটি দাতব্য সংস্থাকে দান করা হবে।