মানিব্যাগে ফোন চার্জ!

নতুন প্রযুক্তি June 16, 2016 1,059
মানিব্যাগে ফোন চার্জ!

মানিব্যাগ আর শুধু টাকা রাখার জন্যই নয়। এবার মানিব্যাগ দিয়েই হবে আপনার ব্যবহৃত ফোন চার্জ। এমনই মানিব্যাগ উদ্ভাবন করেছে নোম্যাড নামের একটি প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান। এই মানিব্যাগটিতে একটি পাওয়ায় ব্যাংক আছে। যা দিয়ে আইফোনে চার্জ দেয়া যাবে।


পাশাপাশি এটিকে মানিব্যাগ হিসেবেও ব্যবহার করা যাবে।

মানিব্যাগটিতে লুকানো আছে পাওয়া ব্যাক। পোর্ট দিয়ে এটিকে ফোনের সঙ্গে সংযুক্ত করা যাবে। জেনুইন লেদারে তৈরি এই মানিব্যগটির দাম বেশ চড়া।


এর মূল্য ১৪৯ ডলার। তবে কয়েকটি ভার্সনে এটি পাওয়া যাবে। এগুলোর দামও ভিন্ন ভিন্ন। এতে আছে ২৪০০ মিলিঅ্যাম্পায়ার আওয়ারের ব্যাটারি।


মানিব্যাগটির পাওয়ার ব্যাংকে চার্জ দেয়ার জন্য আছে মাইক্রোইউএসবি পোর্ট।