

ধাঁধা :
১. ‘একটি অক্ষর শিক্ষকে আছে,
পণ্ডিতে নেই।
আবার কাননে আছে,
বাগানে নেই।’
২. ‘তিন অক্ষরে নাম তার
চোখের প্রদর্শনী,
প্রথম অক্ষর কেটে দিলে
তৃষ্ণা পায় বুঝি।
মাঝের অক্ষর কেটে দিলে
রং হয় জানি,
শেষের অক্ষর কেটে দিলে
কঠোর পরিশ্রমী।’
৩. ‘শুঁড় দিয়া কাজ করি,
নহি আমি হাতি।
পরহিতে খাঁটি সদা,
তবু খাই লাথি।’
৪. ‘আকাশ থেকে পড়ল ফল,
ফলের মধ্যে শুধুই জল।’
উত্তর :
১. ক
২. কাজল, জল, কালো, কাজ
৩. ঢেঁকি
৪. শিলা