

ধাঁধা :
১. ‘সবকিছু সে পাড়ি দিয়ে যায়,
নদীর পাশে গেলে থেমে যায়।’
২. ‘সব কথার মানে
সেখানেতে আছে,
শেষের দু’টি দেখো
মাঠেতে আছে।’
৩. ‘সাগরে থাকি
বাজারে থাকি
থাকি রান্নাঘরে,
রান্নায় কম পড়লে
সবাই রাগটি করে।’
৪. ‘সবুজ হাড়ি হাটে যায়,
হাটে গিয়ে চিমটি খায়।
বুড়ো হলে কেটেকুটে
ডুগডুগি বাজায়।’
উত্তর :
১. রাস্তা
২. অভিধান
৩. লবণ
৪. লাউ