

শর্তাবলী:
এই টকটাইম অফারটি নিতে, গ্রাহকদের *111*25# নম্বরে ডায়াল করতে হবে।
গ্রাহকরা ৯.১৭ টাকায়, ২৫ মিনিট জিপি-জিপি টকটাইম পাবে।
কেনার পরবর্তী ১২ ঘন্টা পর্যন্ত ফ্রি মিনিটগুলোর ভ্যালিডিটি থাকবে।
ভ্যালিডিটি সময় শেষে গ্রাহকের বাড়তি মিনিট থাকলে তা বাতিল হয়ে যাবে। কিন্তু কোনো গ্রাহক ভ্যালিডিটি সময়ের ভেতর পুনরায় অফারটি কিনলে, বাড়তি মিনিটগুলো তার নতুন করে কেনা মিনিটের সাথে যুক্ত হয়ে যাবে।
অবশিষ্ট মিনিট সম্পর্কে জানতে গ্রাহকদের *1000*2# নম্বরে ডায়াল করতে হবে।
অফার মিনিটগুলো যে কোনো জিপি নম্বর থেকে কেনা যাবে।
একবার অফারটি নেয়ার পর মাই জোন ডিস্কাউন্ট প্রযোজ্য হবে না। কিন্তু একবার অফার মিনিট শেষ হলে, ডিস্কাউন্টটি পুনরায় চালু হবে।
এই মূল্যের ভেতর এসডি, ভ্যাট এবং এসসি চার্জ অন্তর্ভূক্ত।








পাঠকের মন্তব্য (0)
Please login To write comment