ঘরে বসেই জানুন এক এনআইডিতে কয়টি সিম নিবন্ধিত!

Basic Info June 11, 2016 3,859
ঘরে বসেই জানুন এক এনআইডিতে কয়টি সিম নিবন্ধিত!

একটি জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে কতটি সিম নিবন্ধিত করা হয়েছে তা জানতে পারবেন ঘরে বসেই।


সেবাটি ৭ জুলাই থেকে কার্যকর হলেও গ্রাহকদের সুবিধার্থে ইতিমধ্যে দুটি অপারেটর এই সেবাটি চালু করেছে। বাংলালিংক এবং রবি সেবাটি চালু করলেও শিগগির অন্যান্য অপারেটররাও এ সেবাটি চালু করবে।


প্রাথমিক অবস্থায় বাংলালিংক গ্রাহকরা তাদের মোবাইলে *1600*2# ডায়াল করলে ফিরতি একটি এসএমএসের মাধ্যমে জানতে পারবেন কোন কোন সিম একটি এনআইডি দিয়ে নিবন্ধিত হয়েছে।


আর রবির গ্রাহকরা *1600*3# ডায়াল করলে মোবাইল স্ক্রিনেই দেখিয়ে দেবে এক আইডিতে কোন কোন সিম নিবন্ধিত হয়েছে।


এদিকে সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় নিবন্ধিত সিম বিক্রির খবর পাওয়া যাচ্ছে। এক জনের সিম অন্য আরেকজনের নামে নিবন্ধনের খবরও পাওয়া যাচ্ছে।


তবে অপারেটরগুলো তাদের গ্রাহকদের এক এনআইডিতে কতগুলো এবং কোন কোন সিম নিবন্ধিত হয়েছে তা জানিয়ে দিলে এ সমস্যা আর হবে না বলে ধারণা করা হচ্ছে।