অল্প ইবাদত করে অধিক সওয়াব অর্জনের সুযোগ হাতছাড়া করবেন না!

ইসলামিক শিক্ষা June 8, 2016 1,054
অল্প ইবাদত করে অধিক সওয়াব অর্জনের সুযোগ হাতছাড়া করবেন না!

রমজান হচ্ছে অল্প ইবাদত করে অধিক সওয়াব অর্জনের এক সুবর্ণ সুযোগ। এ সুযোগের সদ্ব্যবহার করা আমাদের সবার কর্তব্য। এমন সুযোগ হাতছাড়া করা মোটেই উচিত নয়। বিশেষত রোজাদারকে ইফতার করানো সীমাহীন সওয়াব এনে দেয় মুমিনের আমলনামায়। কারণ একজন রোজাদার সারা দিন খাদ্য ও পানীয় বর্জনের মাধ্যমে নিজ জীবনে সাময়িকভাবে মহান আল্লাহর বৈশিষ্ট্যের অনুশীলন করে। তাই আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারকে অত্যন্ত ভালোবাসেন। আর যে ব্যক্তি রোজাদারকে সম্মান করে তাকে ইফতার করাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও ভালোবাসবেন- এটাই স্বাভাবিক।



রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে কেউ কোনো রোজাদারকে একটা খেজুর, এক ঢোক দুধ অথবা একটু পানি দিয়ে ইফতার কারাবে, এটা তার গুনাহের ক্ষমা এবং জাহান্নাম থেকে মুক্তির অধিকার হিসেবে গণ্য হবে। আর যে কেউ কোনো রোজাদারকে পরিতৃপ্ত করে আহার করাবে, আল্লাহ তাকে হাউসে কাওসার থেকে এমন শরবত পান করাবেন যে জান্নাতে প্রবেশের আগ পর্যন্ত তার কোনো পিপাসা লাগবে না।’ (বায়হাকি)