চাঁদ দেখা গেছে, মঙ্গলবার রোজা শুরু!

ইসলামিক সংবাদ June 6, 2016 1,177
চাঁদ দেখা গেছে, মঙ্গলবার রোজা শুরু!

বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। কাল মঙ্গলবার থেকে রোজা। শুরু হলো সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান।


সোমবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের সভা কক্ষে চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান সভাপতিত্ব করেন।


রমজানের চাঁদ দেখা যাওয়ায় আজ এশার নামাজের পর মসজিদে মসজিদে শুরু হবে তারাবি নামাজের জামাত।


আজ সোমবার দিবাগত শেষ রাতে ধর্মপ্রাণ মুসল্লিরা সেহরি খাবেন।


আজ সোমবার চাঁদ দেখা গেলে ১৪৩৭ হিজরি বর্ষের শাবান মাস ২৯ দিন হবে। সে হিসেবে ২ জুলাই ২৬ রমজানের রাতে ‘লাইলাতুল কদর’ পালিত হবে।


ধর্ম প্রতিমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের সভাপতিত্বে চাঁদ দেখা কমিটির সভায় আরো উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মোহাম্মদ সালাহ উদ্দিন প্রমুখ।


ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, প্রথম রোজায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সেহিরর শেষ সময় সোমবার রাত ৩টা ৩৮ মিনিট। ইফতারের সময় মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে।