
ধাঁধা :
১. ‘দিন-রাত পড়ে থাকি
লাথি মারলে চলে,
গ্রামের মধ্যে থাকে সে
কথা নাহি বলে।’
২. ‘দুই পায়ে আসে,
চার পায়ে বসে,
দুই পায়ে ঘষে,
সবখানে বসে।’
৩. ‘দুই বর্ণের নাম যার
নদীতে দেখা যায়,
নাড়ীর টান থাকে
বর্ণ বিচ্ছিন্ন হওয়ায়।’
৪. ‘দুই পা ধরে
কাজটি করে
দেয় ছেড়ে।’
উত্তর :
১. ঢেঁকি
২. মাছি
৩. মাঝি
৪. ছোরতা
মজার ধাঁধা সমগ্র - ১০৫তম পর্ব November 28, 2018 70,638
মজার ধাঁধা সমগ্র - ১০৪তম পর্ব November 27, 2018 37,568
মজার ধাঁধা সমগ্র - ১০৩তম পর্ব November 23, 2018 21,366
মজার ধাঁধা সমগ্র - ১০২তম পর্ব November 21, 2018 21,559
মজার ধাঁধা সমগ্র - ১০১তম পর্ব November 20, 2018 20,209
মজার ধাঁধা সমগ্র - ১০০তম পর্ব November 18, 2018 20,377
মজার ধাঁধা সমগ্র - ৯৯তম পর্ব November 17, 2018 18,503
মজার ধাঁধা সমগ্র - ৯৮তম পর্ব November 16, 2018 23,058