

বাসে কিংবা ভিড়ের মধ্যে অনেক সময় ফোন আসে। তখন হয়ত সেটি বের করাও সম্ভব নয়। আবার বাজতে থাকলে তা অনেকক্ষেত্রে শোভনও দেখায় না। এমন ক্ষেত্রে শুধু পাওয়ার বাটন চেপে কল কাটা গেলে মন্দ হবে না।
এটিও করা সম্ভব। এ ফিচার ডিফলটভাবে দেয়া থাকে না। কিভাবে পাওয়ার বাটনের মাধ্যমে কল কেটে দেয়ার অপশনটি যুক্ত করতে হয় তা তুলে ধরা হলো এখানে।
প্রথমে ফোনটির সেটিংস অপশনে যেতে হবে। সেটিংস থেকে ‘Accessibility’ তে প্রবেশ করুন। তাহলে অনেকগুলো অপশন আসবে সেখান থেকে ক্রল করে ‘Power button ends’ অপশটিতে গিয়ে তা টিক চিহ্ন দিয়ে দিন।
তাহলেই কাজ শেষ। এখন পাওয়ার বাটনের মাধ্যমেই কল কেটে দেওয়া যাবে। সাধারণ পাওয়ার বাটনে স্ক্রিন অফ হবে। তবে ফোন বন্ধ হবে না। এ ফিচার চালু হওয়ার পর পাওয়ার বাটন দিয়ে ফোন অন অফ করার পাশাপাশি কল কেটে দেওয়াও যাবে।








পাঠকের মন্তব্য (0)
Please login To write comment