

ধাঁধা :
১. ‘ফল নাই ফুল নাই
লতায় লতায় চলে,
কলা নয় পেপে নয়
বারো মাস ফলে।’
২. ‘ফলটা যখন কাঁচা থাকে
সবাই তখন খায়,
পাঁকার পরে তার দিকে
কেউ না ফিরে চায়।’
৩. ‘ফুটোর মধ্যে খুটা দিয়ে
নিশ্চিন্তে ঘুমায় মানুষ।’
৪. ‘ফল হয় আমার ফুল হয়,
এমন জিনিস কারে কয়?
উত্তর :
১. পান
২. ডুমুর
৩. দরজার খিল
৪. বেল








পাঠকের মন্তব্য (0)
Please login To write comment